আসাদ তালুকদারঃ
বুধবার(১ মে) নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণায় পালিত হয়েছে মহান মে দিবস।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গনে।
বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলে দলে এতে যোগ দেয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মইন উল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, পুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।