লালমোহাম্মদ,নালিতাবাড়ীঃ
শেরপুররের নালিতাবাড়ী উপজেলার কাওয়াকুড়ি গ্রামের শাহজাহান মিয়ার কলি আসা তরমুজ বাগানের ২২ শত গাছ উপরে ফেলে বিনষ্ট করেছে। এ ব্যাপারে শাহজাহান মিয়া নালিতাবাড়ী থানায় দুই জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত দ্বয়, সায়েদুল ২৮) ও শাহিন ( ৩০)।
সরেজমিনে গিয়ে জানাযায় — পুর্ব শুত্রুতার জের ধরে গতকার ৩০ এপ্রিল দিবাগত রাতে শাহজাহান মিয়ার ৭০ শতক জমিতে বারমাসী তরমুজের বাগানে ঢুকে কে বা কারা সমস্ত তরমুজ গাছ মাটি থেকে উপরে ফেলেছে। এলাকাবাসী সুরুজ মিয়া জানায় বিগত ৩ বছর অাগে শাহজাহানমিয়ার বিভিন্ন প্রজাতির কাঠ গাছ কেটে ক্ষতি করেছিল দূর্বৃতরা। এই বার তার তরমুজের বাগান বিনষ্ট করেছে । স্হানীয় ইউপি সদস্য আনোয়ার পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গ
ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন — এরকম দূর্বৃতদের সনাক্ত করে আইনের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া।
এই বারমাসী তরমুজ রোদ বৃষ্টি খড়া সহিষ্ঞু জাতের। ৭০ দশক জমিতে শাহজাহান চাষ করে একদিকে সারাবছর এই ফল উৎপাদন করে স্থানীয় চাহিদা পুরনের পাশাপাশি কৃষি অর্থনীতির একটি দ্বার উমোচন করে সারা ফেলতে যাচ্ছিলেন। কিন্ত পুর্বশত্রুতার জের ধরে দূর্বৃতরা তা করত দিলেন না।
শাহজাহান সাংবাদিকদের জানান – এ ব্যপারে তিনি দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা এক সময় গাজা সহ পুলিশের নিকট গ্রেফতার হয়। তাদের সন্দেহ শাহজাহান ধরিয়ে দিয়েছিল। ছাড়া পেয়ে তারা শাহজাহানকে হুমকি দিচ্ছিল এবং যে কোন ভাবে ক্ষতি করার চেষ্ঠা করে যাচ্ছিল। তাদের বিরুদ্ধ অভিযোগ করেছেন।