লালমোহাম্মদ,নালিতাবাড়ীঃ
নালিতাবাড়ী শ্রমিক ঐক্যের উদ্যোগে পহেলা মে সকাল ১০টায় বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য আয়োজনে দুনিয়ার মজদুর একহও শ্লোগানে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। মিছিলে অগ্রভাগে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু পৌরমেয়র অাবু বক্কর সিদ্দিক। শ্রমিকদের মিছিলে অংশ নেয় পরিবহন শ্রমিক সংগঠন, করাত কল শ্রমিক ইউনিয়ন, মোটর জান মেরামত শ্রমিক সংগঠন, অটোব্যান চালক শ্রমিক, হোটেল রেস্তোরা শ্রমিক সহ একাধীক সংগঠন। মিছিল শেষে স্হানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় শ্রমিক সমজবেশ। ট্রাকচালক শ্রমিক নেতা জাবেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজা, বাবু যোগেনরায়, অাব্দুল ওয়াহাব, নুর ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
দুপুরে শ্রমিকদের প্রীতি ভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মহান মে দিবসের কর্মসূচীর দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে।