মেহেদী হাসান,চবি প্রতিনিধিঃদীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলে পানির পাম্পের সমস্যা সমাধান, ডাইনিং-ক্যান্টিনে খাবারের মানবৃদ্ধি, বাথরুম সংস্কার ও প্রয়োজনীয় উপকরণ না পাওয়াসহ বেশ কয়েকটি দাবি হল কর্তৃপক্ষকে জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। অবশেষে হল কর্তৃপক্ষ এসব সমস্যা সমাধানের লক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভা করেন এবং এগুলো পর্যাক্রমে দ্রুত সমাধান করবেন বলে জানান।
মঙ্গলবার রাত ৮টার দিকে প্রীতিলতা হলের কমন রুমেএ সভা অনুষ্ঠিত হয়। এতে হলের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী বলেন, হলে দীর্ঘদিন ধরে আমরা নানা সমস্যায় জর্জরিত। হল প্রশাসনকে বার বার বলা হলেও তারা কোন প্রদক্ষেপ নেননি।
অবশেষে আমাদের দাবিগুলো পূরণের লক্ষ্যে তারা আমাদের সঙ্গে মত বিনিময় সভা করেন এবং পর্যাক্রমে সমস্যাগুলোসমাধান করবেন বলে আশ্বাস দেন।
সভা শেষে হল কর্তৃপক্ষ ডাইনিং ক্যান্টিন ও টেনিস মাঠ পরিদর্শন করেন। আর ছাত্রীদের পক্ষ থেকে তাঁদের দাবিগুলো উপস্থাপন করেন হলের আবাসিক শিক্ষার্থী মাহজবীন শুচি।
প্রীতিলতা হলের আবাসিক শিক্ষকরা
জানান, হলে যে সকল সমস্যা আছে। সবগুলো একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। কারন বাজেট বরাদ্দের বিষয় আছে। তবে পর্যায়ক্রমে সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।
এ মত বিনিময় সভায় হল কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন হল প্রভোস্ট পারভীন সুলতানা, সিনিয়র আবাসিক শিক্ষক শামীম হাসান, মরিয়ম ইসলাম, জাকিয়া সুলতানা ও ওরিন নাশিদ।