বাবলী আকন্দঃ কাউন্সিলরগণ এমন কিছু প্রতিশ্রুতি দেন যা কখনোই সম্ভব নয়,আবার নাগরিকদেরও এমন কিছু প্রত্যাশা থাকে যা প্রতিনিধিগণ পূরন করতে পারেন না। তখন প্রতিনিধি এবং নাগরিকদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। সিটি করপোরেশন এর আওতায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেসব কাজ আছে সব কিছু সাধারণ নাগরিকদের সামনে উপস্থাপন করলে সবার মাঝেই স্বচ্ছতা সৃষ্টি হবে। যে কাজ সিটি করপোরেশন এর মাধ্যমে সম্ভব নয় সে কাজ যদি জনগণের সহযোগিতায় সম্ভব হয়,তবে আমাদের সেই কাজ করায় সবার এগিয়ে আসা উচিত। অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই প্রতিপাদ্য নিয়ে সুজন- সুশাসনের জন্য নাগরিক ময়মনসিংহ মহানগর কমিটি ও পিস প্রেসার গ্রুপ এর উদ্যোগে গতকাল ৮ নং ওয়ার্ডের সাধারণ ও ৩ নং সংরক্ষিত (৭,৮,৯) ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বিপিন পার্কে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ কথা বলেন। তিনি আরো বলেন, জনগণই সব কিছুর মালিক। কেউ যেন কোন দল, ব্যক্তি, প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে কোন অবৈধ অন্যায় কাজ না করে। জনগনের উপর আস্থা রেখে কাউন্সিলরদের কাজ করার আহবান জানান। বিভিন্নভাবে ভুয়া নাম্বার থেকে কল করে প্রার্থীদের বিজিত করার লক্ষ্যে অর্থ চাওয়া হচ্ছে। এগুলোর ফাঁদে না পরার কথাও বলেন তিনি। অর্থ কখনোই নির্বাচনে জয়ী করতে পারবে না। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই বিদ্যুৎ বিভাগের সাথে আলোচনা হয়েছে। নগর উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশন এর নির্বাচন ৫ মে। প্রার্থীদের নানা প্রতিশ্রুতির মাধ্যমে প্রচারণা এগিয়ে চলেছে। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে নিজ ওয়ার্ডের উন্নয়নে প্রার্থীগন জণগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেই সাথে একটি আদর্শ নগরী গড়ায় শপথ নেন। ৮ নং ওয়ার্ডের ৪ জন সাধারণ পুরুষ কাউন্সিলরের মধ্যে মোঃ ফারুক হাসান,বিকাশ সরকার, আকরাম খান পাঠান ও দীপক চন্দ্র দে এবং ৭ জন সংরক্ষিত (৭,৮,৯) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হামিদা পারভীন,আরতী গুপ্তা, প্রতীমা রানী রায়, ইলোরা পারভীন, শিরিন আক্তার, রেহেনা ইয়াসমিন, তামান্নাসহ ভোটাররা এতে অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন- সুশাসনের জন্য নাগরিক এর ক্রেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ সরকার, ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি এড শিব্বির আহমেদ লিটন, জেলা কমিটির আহবায়ক ইয়াজদানী কোরায়শী, সুজনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক আলী ইউসুফসহ সুজনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।