লালমোহাম্মদ,নালিতাবাড়ীঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজী নুরুল হক নন্নী পোড়াগাও মৈত্রী কলেজের ছাত্র শিক্ষক অভিভাবক সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সন্মুখে এম পি ও ভুক্ত করনের দাবীতে মানববন্ধন করেন।
কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন -দাতা পরিবারের সদস্য আতাহারুল ইসলাম লাভলু,কলেজ পরিচালনা কমিটির সদস্য আমানুল্লাহ রতন, এমদাদুল হক তানিম,আবুল মেম্বার,নুরল হক, নুর ইসলাম,জালাল উদ্দিন ছাত্র নেতা সাব্বির আহমেদ ও প্রেসক্লাবের সভাপতি আলহা জ্ব হাকাম হীরা ও সাধারন সম্পাদক বিপ্লব দে কেটু, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার।
বক্তরা বলেন – কলেজ প্রতিষ্ঠার পর থেকে পাবলিক পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীর সংখ্যা সহ সরকারী নীতিমালায় সন্তুষজনক। ২০১১ সালে কলেজ প্রতিষ্ঠার পর ২০১২ সালে পাঠদান ও ১৫ সালে একাডেমিক স্বীকৃতি পায়। ২০১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে মোট ২৫৩ জন ও দ্বাদশ শ্রেনীতে ১২৩ জন অধ্যয়নরত। বিজ্ঞান, মানবিক,বাণিজ্য বিভাগ চালু আছে।