পূর্বময় ডেস্কঃ
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০১৯-২১ মেয়াদের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে পূণঃনির্বাচিত হয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলে বাংলাদেশ স্পেশালাইজড হাইড্রোকার্বন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধি হেলেনা জাহাঙ্গীর।
জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান, জয় অটো গার্মেন্টস লিমিটেড, জেসি এমব্রোডারী এন্ড প্রিন্টিং, হেলেনস ফ্যাশনন্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, দেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০১৯-২১ মেয়াদের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে পূণঃনির্বাচিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠান সমূহের পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য এফবিসিসিআই-এর পরিচালক হেলেনা জাহাঙ্গীর ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সমাজ সেবায়ও অনন্য অবদান রেখে চলেছেন । সমাজ সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ অনেকগুলো সম্মাননার পাশাপাশি ‘সিস্টার হেলেন’ হিসেবে স্বীকৃতি লাভ করেছেন তিনি । কারো কারো কাছে তিনি মাদার তেরেসা ।
হেলেনা জাহাঙ্গীর কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্ট্যাটস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিরও পরিচালক ।
তিনি রোটারী ইন্টারন্যাশনাল এর আওতাধীন ক্লাব রোটারী ক্লাব অব গুলশান পার্ক সিটির চার্টার প্রেসিডেন্ট/আইপিপি/এমডি/এজির দায়িত্ব পালন করছেন । এছাড়াও তিনি ঢাকা রাইফেল ক্লাবের সহ সভাপতি, বাংলাদেশ স্পোটর্স জার্নালিস্ট কমিউনিটির সম্মানিত সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিশেনের উপদেষ্টা ।
এছাড়াও হেলেনা জাহাঙ্গীর বিকেএমইএ, বিজিএমইএ, এনএএসসিআইবি, এনসিসিআই, গুলশান ক্লাব লিঃ, গুলশান নর্থ ক্লাব লিঃ, বোট ক্লাব লিঃ, বারিধারা ক্লাব লিঃ, কুমিল্লা ক্লাব লিঃ, গুলশান অল কমিউনিটি ক্লাব লিঃ, এপারেল ক্লাব লিঃ, গুলশান লেডিস ক্লাব লিঃ, উত্তরা লেডিস ক্লাব লিঃ, ক্যাপিট্যাল ক্লাব লিঃ, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, গুলশান হেলথ ক্লাব লিঃ এর সদস্য।