পূর্বময় ডেস্ক ঃ গণমূখী সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী প্রতিবাদী নুসরাত জাহান রাফি’কে নির্মমভাবে পুড়িয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অাজ ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তাগণ বলেন, প্রতিবাদী মেয়ে নুসরাতকে হিংস্র বর্বর সিরাজ গং ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে অাগুনে পুড়িয়ে হত্যা করেছে। যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এই হত্যাকান্ডের সাথে বিভিন্ন চক্র জড়িত। বিভিন্ন চক্র বিভিন্নভাবে হত্যাকান্ডে কাজ করেছে। যা ইতিমধ্যে প্রচার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সভ্য সমাজে এসব হিংস্র বর্বরদের নির্মম বর্বরতা কখনোই মেনে নেয়া যায় না। তাই অাগুনে পুড়িয়ে নুসরাতকে হত্যার সাথে যেসব চক্র জড়িত তাদের প্রত্যেককেই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বক্তাগণ আরো বলেন, ইতিমধ্যে নুসরাত হত্যাকান্ডের সাথে জড়িত সকল অাসামী গ্রেফতার হয়েছে। দ্রুত বিচার অাইনে বিশেষ অাদালতে এদের বিচার করতে হবে। হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবী জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অাব্দুল হান্নান, নাজমুল হাসান রাজু, সৈয়দ অারমান হোসেন ইমন, সোহানুর রহমান সোহান, অনুপম রায় প্রমূখ।