পূর্বময় ডেস্কঃ
নড়াইল সদর উপজেলার নাকসি বাজারে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এসময় আরো বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার, নড়াইল জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মো: ওয়াহিদুজ্জামান প্রমুখ। হানা গেছে, সারাদেশের ‘প্রতিটি জেলা ও সদর উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় নড়াইল সদর উপজেলার নাকসি বাজারে মডেল মসজিদটি স্থাপন করা হবে। মসজিটির নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১১ কোটি ৮০ লাখ ৫৬ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মুক্তা কনস্ট্রাকশন লিমিটেড, সিরাজগঞ্জের প্রতিনিধি নড়াইল জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মো: ওয়াহিদুজ্জামান এটি নির্মাণ করবেন।এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।