লালমোহাম্মদ নালিতাবাড়ীঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ইদ্রিস আলী (৪৬) নামের একজন, ইউপি চেয়ারম্যান পক্ষের গুলিতে নিহত হয়েছে বলে জানাগেছে।
ইদ্রিস আলী যোগানিয়া ইউনিয়নের ফজর রহমানের পুত্র। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর অনুমান ১টার সময় আবাদি বোর ধান কাটা নিয়ে যোগানিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হবু ও ছোহরাব আলীর মধ্যে বিবাদ কে কেন্দ্র করে উভয় পক্ষ কুত্তামারা ব্রীজের নিকট উভয় পক্ষ মুখোমুখি হলে ঘটনাস্থলেই ইদ্রিছ আলী (৪৬)নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বেলা ২টার সময় নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য ডাক্তার তাকে মৃত বলে জানান।
নিহত পরিবারের দাবী যোগানিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হবু চেয়ারম্যান ইদ্রিস আলীর বাড়ি ঘেড়াও করে ইদ্রিস আলীকে গলায় গুলি করে হত্যা করেছে। এ সময় রুবেল(২২) নামের একজন আহত হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে।