আসাদ তালুকদারঃ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। জেলার দুর্গাপুর উপজেলার আদর্শ বিদ্যানিকেতন হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌছ আরা।
এসময় কমরেড ডাঃ দিবালোক সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ, দুর্গাপুর পৌরসভা মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপ-ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, ডিএসকে’র (ঋণ কার্যক্রম) পরিচালক মোঃ মাসুদ আলম, ডিএসকে’র উপ-পরিচালক মোঃ আলা উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরো অনেকে।
এসময় বক্তারা যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলে পরিবেশ দোষনমুক্ত রাখতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অতিথিবৃন্দরা একসাথে ঝাড়ু হাতে নিয়ে সড়কে আবর্জনা পরিস্কারে অংশ নেয়।