স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ রেলওয়ে চত্বরে মানুষের সমাগম। চারদিকে মুর্হুমুর্হু করতালি আর মাঝে মাঝে দর্শকদের আনন্দকণ্ঠে চিৎকার। চাপা উত্তেজনাও আছে দর্শকদের মাঝে। চলছিল ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কোমল পানীয় ব্রান্ড মাউন্টেন ডিউ এর বাইক স্ট্যান্ড শো। গতকাল ময়মনসিংহ রেলওয়ে চত্বরে দেশের খ্যাতিমান আর আর জেড বাইক গ্রুপের বাইকাররা বিভিন্ন ভঙ্গিমায় তাদের বাইক স্ট্যান্ড শো করে এবং দর্শকদের জন্য ছিল ডিউ এর বোতল। আর চারদিকে চলে ডিষ্কাউন্টে মাউন্টেন ডিউ এর অফার। মাউন্টেন ডিউ এর ৪০০ এম এল বোতলের আকর্ষণীয় অফারে রয়েছে বোতলের ক্যাপের ভেতরে ইউনিক কোডে এস এম এস করলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে ১০/- রিচার্জ এবং সপ্তাহে ১ জন সৌভাগ্যবান ব্যক্তির জন্য থাকছে সুজুকি জিকজার এস এফ ব্য্রান্ডের মোটরসাইকেল। আকর্ষণীয় অফারে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আকষ্মিক দূর্ঘটনা এড়ানোর জন্য বাইকারদের জন্য প্রাথমিক চিকিৎসাসহ ছিল সার্বক্ষণিক এম্বুলেন্স ব্যবস্থা। এখানকার কর্মকর্তাগণ জানান, সারাদেশেই মাউন্টেন ডিউ এর অফার চলছে এবং বিভিন্ন জেলায় বাইক স্ট্যান্ড শো আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে আনন্দ দেয়ার পাশাপাশি মাউন্টেন ডিউ এর অফার পৌঁছে দিচ্ছি।