মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনার পূর্বধলায় গত মঙ্গলবার রাত সারে আট ঘঠিকার সময় ভাড়ায় মোটর সাইকেল চালক মোঃ জামাল মিয়া (৩০) নামের এক যুবকের মোটর সাইকেল ছিনতায়ের চেষ্টা করে যাত্রী বেশী দূর্বৃত্তরা। শ্যামগন্জ টু বিরিশিরি সড়কের গোজাখালী কান্দা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।জানা যায় জামাল মিয়া বিশকাকুনি ইউনিয়নের রামপুর গ্রামের মৃত আঃ গফুরের ছেলে পেশায় ভাড়াটিয়া মোটর সাইকেল চালক । শ্যামগন্জ থেকে অাগত যাত্রীবেশী দুই যুবক জারিয়া যাওয়ার কথা বলে মোটর সাইকেলে ওঠে গোজাখালী কান্দা নামক স্থানে যাওয়ার পর ওই যুবকরা মোটর সাইকেল ছিনতাইয়ের উদ্দ্যেশে জামাল মিয়ার গলায়, পেট এবং হাতে উপুর্যপরি আঘাত করে, ধ্বস্তাধস্তি ও জামাল মিয়ার ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে ছিনতাই কারিরা মোটর সাইকেল ছিনতায়ে ব্যর্থ হয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী জামাল মিয়াকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহল জানান, জামাল মিয়ার পেট হাত এবং গলায় আঘাত হয়েছে তবে গলার আঘাতটায় গুরুতর, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তাই উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি।পূর্বধলা থানার পূলিশ পরিদর্শক (তদন্ত) ওসি মিজানুর রহমান মিজান জানান ঘটনাটি খুবই দুঃখ জনক। ঘটনা শুনার পর পরই আমি পূর্বধলা হাসপাতলে যাই রোগীর স্বজনদের সাথে আমার আলাপ হয়েছে এ ব্যপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।