আসাদ তালুকদারঃ
মঙ্গলবার(২৩ এপ্রিল) দুপুরে দূর্গাপুর উপজেলার ভারত সীমান্তবর্তী দূর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রাম থেকে অজ্ঞাত এক মধ্যবয়স্ক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলা ও শরীরে আঘাতেরচিহ্ন পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জয়যাত্রা টিভিকে জানান, আজ(২৩ এপ্রিল) দূপুরে খবর পেয়ে আমরা ভারত সীমান্তবর্তী লক্ষীপুর গ্রাম থেকে অজ্ঞাত এই নারীর লাশ উদ্ধার করি। লাশটির ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।