লালমোহাম্মদ নালিতাবাড়ীঃ
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের প্রান কেন্দ্র মধ্যবাজার হিন্দুধর্মালম্বীদের প্রার্থনা প্রতিষ্ঠান গোপাল জিউর মন্দিরে ২২ এপ্রিল দিবাগত রাতে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। কতৃর্পক্ষের দাবী প্রায় চার লক্ষাধীক টাকা চুরি হয়েছে।
গোপাল জিউর মন্দিরের কমিটি সুত্রে জানাগেছে —
পরিচালনা কমিটর অফিস কক্ষ, গোদামঘর সহ দানবাক্স ও চার মুর্তির সাথে সজ্জিত থাকা সোনা ও রোপার অলংকার চুরি করেছে। শংকর সরকার জনান গোপাল মন্দিরের উত্তর দিকের দেয়াল পটকে চোরের দল প্রবেশ করে অফিস,গোদাম, প্রত্যেক মন্দির ও দান বাক্সের তালাভেঙ্গে চুরি করেছে।
এই ঘটনায় স্হানীয় পুলিশ প্রশাসনের উর্ধতন কতৃপক্ষ নালিতাবাড়ী সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জনান – এব্যাপারে পুলিশের যথেষ্ঠ চেষ্ঠা অব্যাহত আছে।