পূর্বময় ডেস্ক ঃ রংপুর থেকে বড় হওয়ার স্বপ্ন নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৬ ব্যাচ এ অর্থনীতি বিভাগে ভর্তি হন রায়হানুল ইসলাম। কিন্তু মরণব্যাধি ব্লাড ক্যান্সার তার স্বপ্নকে বাস্তবায়িত হতে দিলো না। দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। রায়হানকে বাঁচাতে প্রায় ৩০-৪০ লাখ টাকার দরকার ছিল। তার এই দূর্দিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ময়মনসিংহ শহর,ত্রিশাল বাজার,তারাকান্দা টু ঢাকা গামী আন্তঃনগর ট্রেন এমনকি গতকাল শবে বরাত রাতেও ময়মনসিংহের বড় মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে টাকা সংগ্রহ করে। কিন্তু আজ আনুমানিক ২ টার সময় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রায়হান। তার এই অকাল মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ববিদ্যালয় পরিবার। জানা যায় আজ রাত ৮ টার সময় বিশ্ববিদ্যালয়ের ক্রেন্দীয় খেলার মাঠে মরহুমের প্রথম জানাজা নামায অনুষ্ঠিত হবে।
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জাককানইবি মেধাবী শিক্ষার্থী রায়হান
Date:
Share post: