পূর্বময় ডেস্ক ঃ গণমূখী সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ এর উদ্যোগে গত ১৯ এপ্রিল ২০১৯ তারিখ বিকাল ৪ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ শহরস্থ শিল্পাচার্য জয়নুল অাবেদীন পার্কের বৈশাখী মঞ্চে অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণমূখী এ সংগঠনটির অায়োজনে সমাজ ও রাষ্ট্রের বিবিধ মৌলিক সমস্যাবলী নিয়ে অালোকপাত করা হয়। বক্তাগণ তাদের বক্তব্যে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, নারী নির্যাতন, মাদক ব্যবসা, মাতৃভাষার সর্বোচ্চ প্রয়োগ, জাতি গঠনে নাগরিক দায়িত্ব ও কর্তব্য, মাদকবিরোধী সামাজিক অান্দোলন গড়ে তোলা, দেশপ্রেম ও ইতিহাস ইত্যাদি বিষয় নিয়ে অালোকপাত করেন। বক্তাগণ সোনাগাজীতে বর্বরোচিত নুসরাত হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অালোচনায় অংশগ্রহন করেন উদীচী, ময়মনসিংহের মৃদুল স্যানাল, সমাজ রূপান্তরের অাব্দুল হান্নান, শাহরিয়ার অাহমেদ অাশিক, সৈয়দ অারমান হোসেন ইমন, অাজিজুল হক, অাজহারুল ইসলাম খোকন, শিহাব হাসান প্রমূখ।
সাংস্কৃতিক পর্বে অাবৃত্তি করেন কবি সৈয়দা জেবুন্নেছা হুদা, কবি দোলনচাঁপা, কবি কনকলতা, মোহাম্মদ মনিরুল অালম রিপন, রেজাউল ইসলাম অাকাশ ও শিশু অাবৃত্তিকার মেহেরীন। নৃত্য পরিবেশন করে পুঁজা দাস। গান পরিবেশন করেন তানসেন অাহমেদ, জুবায়েদ অাহমেদ শৈশব, ইসপাক, বাবু, মো: ইকবাল এবং শিশুশিল্পী স্নিগ্ধ, মুগ্ধ ও জয়িতা দে। সংগঠনটি উপস্থিত দর্শকদের মাঝে সচেতনা সৃষ্টির লক্ষ্যে শিশু ধর্ষণ বিরোধী, নারী ধর্ষণ বিরোধী, নারী নির্যাতন বিরোধী, মাদকবিরোধী, মাতৃভাষার সর্বোচ্চ প্রয়োগের দাবী সহ তাদের বিভিন্ন গণমূখী ও প্রতিবাদী কার্যক্রমের ব্যানার অনুষ্ঠানস্থলে প্রদর্শন করে। দেশপ্রেমের চেতনা জাগ্রত রাখার মানসে অনুষ্ঠানস্থলে টানানো হয় জাতীয় পতাকা।