পূর্বময় ডেস্কঃ
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী নারী শিক্ষা ও তাদের ক্ষমতায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।
শুক্রবার রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ ক্যাম্পাসে প্রাক্তন ছাত্রী সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারী ও পুরুষকে একই অগ্রাধিকার দিতেও আমাদের নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে ছেলে ও মেয়েদের জন্য সমান শয্যা বরাদ্দ দেয়ার আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমত রুমিনা বলেন, তাদের প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে শয্যা সঙ্কট রয়েছে। ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীরা ভোগান্তিতে আছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের যুগ্ম সচিব সালমা জাহান গরিব শিক্ষার্থীদের সাহায্যে প্রাক্তন ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান।