আসাদ তালুকদার:
শুক্রবার(১৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় জেলা সদরের পৌরসভার সামনের সড়কে নদীদখলের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ ভয়েস এর নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন।
এতে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান খোকন, রাব্বী রাহীন, শামীমা আক্তার, সাখাওয়াত হোসেন,সজীব, আখিমনিসহ সংগঠনটির বেশ কয়েকজন সদস্য।
বক্তারা নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত, নদীদখল ও দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।