লালমোহাম্মদ নালিতাবাড়ীঃ
শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের জাতীয় স্বাস্থ্য সপ্তাহ দায়সারা ভাবে ৫০ গজের মধ্যে শোভাযাত্রায় শেষ করেন। স্বাস্থ্যসেবা সচেতনার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশিত স্বাস্থ্যমন্ত্রনালয়ের সচেতনা মূলক প্রচারনা কর্মসূচী সাধারনের আঁড়ালে থেকে গেল।
প্রধানন্ত্রী স্বাস্থ্যসচেতনার বিষয়ে সাধারন মানুষের দৃষ্টির জন্য বিশেষ গুরুত্ব দিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়১৬- ২০ এপ্রিল পযর্ন্ত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের কর্মসূচী গ্রহন করে। এরই অংশ হিসেবে ১৭ এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নালিতাবাড়ী ইউ এইচ ও মাহমুদুল বাসারের নেতৃত্ব দায়সারা ভাবে একটি শোভাযাত্রা বের হয়ে মাত্র ৫০ গজের পথ পরিগমন করে শোভাযাত্রাটি কমপ্লেক্স চত্বরে গিয়ে ছত্র ভঙ্গ হয়। এই শোভা যাত্রায় উপজেলার কোন প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধির কোন অংশ গ্রহন ছিল না।
এই কর্মসূচীর উদ্দেশ্য ও লক্ষ্য ছিল সাধারন মানুষ যাতে অবগত হয় যে, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বর্হিবিভাগের চিকিৎসা সেবা ও হাসপাতালের পরিছন্নতা নিশ্চত করা। স্বাস্থ্য,পুষ্টি ও খাদ্য বিষয়ে সচেতনতা বাড়ানো। সেবাদাতা ও গ্রহিতার মধ্যে যোগসূত্র স্হাপন। চিকিৎসা সেবায় চিকিৎসকদের নৈতিকতা বিষয়ে জ্ঞান বাড়ানো। অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিশেষায়িত চিকৎসা নিশ্চিত করা। প্রতক্ষ্যদর্শীরা জানান হাসপাতাল গেইট থেকে কয়েকজন লোক একটি ব্যানার নিয়ে উপজেলা গেইট পযর্ন্ত গিয়ে মূহর্তেই ফেরত আস এবং ছত্র ভঙ হয়ে যায়। কোন প্রকার আলোচনা শুনা যায়নি। সাধারন মানুষ বুঝতে পারেনি এরা কি করলো?
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে জানা গেল,ইউ এইচ ও কমপ্লেক্সে বেশীর ভাগ সময় অনুপস্থিত থাকেন। তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।