তনু, নুসরাত নয়রে শুধু
আরো শত বোন,
ধর্ষকের ঐ হিংস্র থাবায় হয়রে ধর্ষণ খুন।
কেমন করে জ্যান্ত মানুুষ অগ্নি পুড়ে হায়-
দেখলে বোনের পুড়া শরীর শিউরে উঠে গায়!
দেখবো কত লাশের মিছিল নিন্দের অপবাদ,
শুনবো কত সম্ভ্রম হারা বোনের আর্তনাদ?
সইবো কত সন্তান হারা
মায়ের আহাজারী,
বলবে কি কেউ আর কত প্রাণ নিবে ওরা কাড়ি?
স্বাধীন দেশের মানুুষ মোরা স্বাধীনতা নাই,
মানবতা আজ দূরে বসে
করছে রে হায় হায়!
সমাজপতি ওদের বিচার
করবে কবে বল?
বোনের শোকে জ্বলে বুকে
নরক দাবানল।