লালমোহাম্মদ নালিতাবাড়ীঃ
নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুল তলা জাঙ্গালিয়া কান্দা গ্রামের সিরাজুল ইসলাম নামের ৭৬ বছরের এক বৃদ্ধ নিজ বাড়ির কাঠাল গাছে ফাঁসিতে ঝুলে আত্ম হত্যা করেছ বলে এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে। বিপত্মিক সিরাজুল ইসলাম প্যারালাইস হয়ে গত ৮ বছর মৃত্যূর সাথে পাঞ্জা লড়ছিল। ১৬ এপ্রিল দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ১৭ এপ্রিল সকালে তার ঝুলন্ত মরদেহ কাঠাল গাছে দেখতে পেয়ে পুলিশ কে জানান।
পুলিশ উপস্থিত হয়ে সুরত হাল রিপোর্ট তৈরী করে নালিতাবাড়ী থানায় অপমৃত্যূ মামলা রজু করে লাশ ময়না তদেন্তর জন্য মর্গে পাঠিয়েছেন।