আসাদ তালুকদার,নেত্রকোনা প্রতিনিধিঃ
বুধবার(১৭ এপ্রিল) স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে নেত্রকোণায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় সিভিল সার্জনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী , সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলামসহ আরো অনেকে অংশ নেয়।
পরে সিভিল সার্জন তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেত্রকোনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এ কে এম সাদিকুল আজম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিলোৎপল তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিয়র রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিভিল সার্জন অফিসের সুপারিনটেন্ডেন্ট মুজিবর রহমান।