লালমোহাম্মদ নালিতাবাড়ীঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ১০ চাকার ট্রাক অবাধে ৩০-৪০ টন বালু পরিবহন করে উপজেলার গ্রামীন সড়ক সহ পৌর শহর এলাকার পাকা সড়কের বেহাল দশা করে যাচ্ছে। এলাকাবাসী প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করার কয়েক মাস অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব রয়েছে। উপজেলা স্থানীয় প্রকৌশলী এল জি ইডি অফিস সুত্রে জানাগেছে _–স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এল.জি.ই.ডি) আওতায় ৭১০ কিলোমিটার সড়ক পথ রয়েছে এর মধ্যে প্রায় ৩০০ মিটার পাকা করন হয়েছে। এ সমস্ত পাকা সড়ক ৮থেকে ১০ টন পরিবহনের ক্ষমতা সম্পন্ন।
ইতোমধ্যে নয়াবিলের অান্ধারু পাড়া, কাপাশিয়া, জামিরা কান্দা,বনকুড়া, বারোমারীর অনেক পাকা সড়ক বিনষ্ট হয়েগেছে। প্রতিদিন শতাধিক ১০ চাকার ট্রাক ৪০ টন বোঝাই বালু পরিবহন করছে পৌর শহরের গোবিন্দ নগর, ছিটপাড়া এলাকা সহ উপজেলার গ্রামীন সড়ক পথে। স্থানীয় সচেতন কিছু ব্যাক্তি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ে লিখিত আবেদন করেও কোন প্রতিকার পায়নি। গোবিন্দ নগর গ্রামের শাহজাহান জানান নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি, কাজ হয় নাই। এখন আমরা বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করব।
নালিতাবাড়ীতে ১০ চাকার ট্রাক এ বালু পরিবহন, সড়কের বেহাল দশা কর্তৃপক্ষ নিরব!
Date:
Share post: