চবি সংবাদদাতা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শহীদ আসাদুজ্জামান আসাদের মৃত্যু বার্ষিকী পালন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) অাসাদের নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাদ যোহর চবি স্টেশন মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আসাদের রাজনৈতিক সহযোদ্ধা ও বিভাগের সহপাঠী জামান নুর বলেন, ‘আসাদ বঙ্গবন্ধুর আদর্শের অকুতোভয় সৈনিক ছিলো। খুনীদের গ্রেপ্তার করে দ্রুতো বিচার সম্পন্ন করতে হবে। নয়তো বিশ্ববিদ্যালয়ের খুনের রাজনীতি বন্ধ হবে না।’
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুরুজ্জামান, রেজাউল হক রুবেল, এনামুল হক আরাফাত, আল আমিন রিমন, নাসির উদ্দিন সুমন, সাবেক তথ্য গবেষণা সম্পাদক শরীফুল ইসলাম সহ শতাধিক শিক্ষার্থী।