চবি সংবাদদাতা:
জমকালো সব অায়োজনে ‘পহেলা বৈশাখ ১৪২৬’ উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশ ‘সিএফসি’ গ্রুপের নেতাকর্মীরা। অায়োজনের অংশ হিসেবে রবিবার (১৪ এপ্রিল) রাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেন তারা।
মেজবান অায়োজনে গ্রুপের নেতা-কর্মী, আমন্ত্রিত অতিথি ও হলের সাধারণ শিক্ষার্থীসহ প্রায় এক হাজার জনের জন্য এ অংশগ্রহণ করে বলে জানান আয়োজকরা।
এর অাগে রবিবার সকালে এক বর্ণাঢ্য র্যালীর অায়োজন করে গ্রুপটির নেতাকর্মীরা। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের শাহ অামানত হল থেকে শুরু করে, জিরোপয়েন্ট, কাটা পাহাড়ের রাস্তা হয়ে বর হল মাঠে গিয়ে শেষ।
এসব অায়োজনের নেতৃত্ব দেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেল, এনামুল হক আরাফাত, নাসির উদ্দিন সুমন, আল আমিন রিমন, সাবেক তথ্য-গবেষণা সম্পাদক শরীফুল ইসলাম, সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক সায়ন দাশ গুপ্ত প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ২০১৫ সালে ঐতিহ্যবাহী এ মেজবানের চর্চা শুরু করে গেছেন চট্টগ্রামে সাবেক মেয়র প্রয়াত আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী । এরই ধারাবাহিকতা ধরে রেখেছেন তাঁর উত্তরসূরী শিক্ষা উপমন্ত্রী ও বাংলাদেশ অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।