মোঃ নজরুল ইসলাম:
পূর্বধলায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বর্ষবরণ উলপক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়।
সোনার মানুষ হবার প্রত্যয়ে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রবিবার ১৪ এপ্রিল উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৬। এতে বিভিন্ন কিন্ডার গার্ডেনের শিক্ষক/শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন।
পূর্বধলা সাব রেজিস্ট্রার অফিস মাঠ থেকে শুভাযাত্রা র্যালী শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে উপস্থিত হয়।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী পূর্বধলা উপজেলা শাখার উৎযাপন কমিটির আহবায়ক এ হাকিম, যুগ্ম আহবায়ক আঃ রাজ্জাক, সদস্য জুয়েল, রাসেল, টুটুল, কামাল, জহিরুল প্রমূখ।