অনন্যা জান্নাত এর কবিতা—“দেবদূত”

Date:

Share post:

“দেবদূত”

অনন্যা জান্নাত

এলোমেলো জীবনটাকে গোছাতে কোথা থেকে যেনো হঠাৎ করে একজন দেবদূত এসেছে;
যে আমার সকাল,দুপুর,সন্ধ্যে
আর রাত্রিটাকে রংধনুর বর্ণিল ঐ সাত রংয়ে রাঙিয়ে দিয়ে যাচ্ছে!

আমি মাঝে মাঝে অবাক চোখে চেয়ে থাকি সেই
দেবদূতের মুখের পানে;
ঐ মুখেতে
ঈশ্বর যেনো এক অদ্ভুত সরলতা মাখিয়ে
দিয়েছেন;
যে সরলতা আমায় নিরন্তর
তাঁর কাছে টানতে থাকে।

আর যখন তাঁর ঐ গভীর কালো চোখের দিকে
তাকাই তখন দেখি সেখানে সুবিশাল একটা
নীল আকাশ;
যে আকাশে রাত-দিন
কেবল আমার অবাধ বিচরন
আর যে আকাশের একমাত্র নাটাই বিহীন
ঘুড়িটাও এই আমি।

বয়ে চলা জীবনের তীর ঘেঁষে হঠাৎ তুমি
এলে;
ছুঁয়ে দিয়ে গেলে এ বুকের পাঁজর!
এলে ছন্দহীন জীবনের জলতরঙ্গ হয়ে;এলে
বুকের বাঁ পামের অসীম আকাশ হয়ে;
এলে অনুভূতির কালবৈশাখী হয়ে;
এলে হৃদয়ের মাঝখানটাকে এফোড় ওফোড়
করে দেওয়া শূন্যতাকে হাওয়ায়
মিলিয়ে দিতে!

তোমার ছুঁয়ে যাওয়া হৃদয়ের চারপাশে তুমি যে
এখন আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছো
প্রিয়তম;
তাই চাইলেও নিজের থেকে এখন আর
তোমাকে আলাদা করতে পারি না
প্রাণেশ্বর;কিছুতেই পারি না!

বুকের মাঝখানটাতে কষ্টের একটা সুবিশাল
সমুদ্র ছিলো;
যেখানে ছিলো গভীর বেদনার
নিয়ন্ত্রণহীন উপচে পড়া ঢেউ;
তুমি এসে দাঁড়ালে সেই বেদনার বাঁধ
হয়ে;শুষে নিলে এই জীবনের সমস্ত যাতনা!

জীবনবিমুখ হয়ে পড়া এই আমার আমিটাকে
নতুন করে সাজালে;উষ্ণ চুমুতে ভরিয়ে
দিলে শরীর-আত্মা-মন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

বারহাট্টায় ৩০তম বিসিএস এসোসিয়েশন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার বারহাট্টায় আকস্মিক কংশ নদীর পানি বৃদ্ধি ও অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ ভাসল ২ দিন পর

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক রুয়েল রিছিল (২৮) এর মৃতদেহ...

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) ঢাকা (রাজধানী) থেকে গ্রেফতার করা...

দুর্গাপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার (০৭...