নতুন দিনের বার্তা
মুছে যাক সকল গ্লানী দৈনতার ঝড়া
সূচিঁত হউক সকল প্রান আনন্দ উচ্ছাসে ভরা
নতুন সালের নতুন দিন।
অতীতকে পিছনে ফেলে বতর্মান কে সঙ্গী করে শোধিত করিব ঋন,
বাঙ্গালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ
চল যাই মনুষ্য মেল বন্ধনে করনা রাগ ঢাক!
সকলে মিলে নতুন বার্তায় আগামী দিনকে বরন করি
সাম্প্রদায়িকতাকে দু -পায়ে ঠেলে ঐক্যতার বীজ বপন করি
নতুন সালের নতুন দিনে এই হউক মোদের স্লোগান
ধর্ষন, খুন, হত্যা প্রতিরোধ করে গাহিব মোরা বিজয়ের গান।
নয় নারী নয় পুরুষ
আমরা কেবলি মানুষ
এই হউক মোদের প্রত্যয়
নতুন দিনের নতুন পথ,
এগিয়ে যাব আমরা সবাই করিব শপথ
পরিবর্ধন পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে তুলি এক সম্ভাবনাময় নতুন বাংলাদেশ।