লাল মোহাম্মদ নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ী তৃতীয় ধাপে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবু বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়।
পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগের এক তৃতীয়াংশ নেতা-কর্মী, ১৪ দলের শরিক জাসদ, নির্মূল কমিটি বিদ্রোহী প্রার্থী কে সমর্থন দিয়ে নৌকার প্রার্থী হাজী মোশারফকে হারিয়েছে। বিজয়ের পরথেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে নব নির্বাচিত চেয়ারম্যানকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় গনসংবর্ধনা দিচ্ছে। পুড়াগাও,রাজনগর, নন্নী, নালিতাবাড়ী, কলসপাড় গতকাল শুক্রবার নয়াবিল ইউনিয়নে চেয়ারম্যান মোকছুদর রহমান লেবু আব্দুল হালিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন _- কোন অন্যায় ও অত্যার,ও দূর্নীতিকে প্রশ্রয় দিবেন না বরং কঠোর হস্তে দমন করবেন।সংবধর্না অনুষ্ঠানে আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযেদ্ধা বিপ্লব কুমার বর্মন ও পৌর মেয়র আবু বক্কর, আঃ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন।
নব নির্বাচিত চেয়ারম্যান উপজেলার গনমানুষের প্রত্যাশা পুরনে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়ে নিজের কর্মী সমর্থকদের হুশিয়ারী করেন যে, নিজের কোন লোক বলে অন্যায় ও দূ্নীতিতে ক্ষমা করবেন না।