লালমোহাম্মদ নালিতাবাড়ীঃ
উপজেলার স্থানীয় প্রেসক্লাবে সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি কে যৌননিপীড়ন ও অগ্নিদগ্ধকরে হত্যা করার প্রতিবাদে, হত্যাকারীদের ফাঁসির দাবীতে পদযাত্রা ও মানব বন্ধন করা হয়েছে।১৩ এপ্রিল শনিবার স্থানীয় প্রেসক্লাবের নেতৃত্বে পৌরশহরে পদযাত্রায় অংশ গ্রহন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উত্তর বাজার উপজেলা পরিষদের সন্মুখে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব এম এ হাকীম হীরা, সহ- সভাপতি লাল মোঃ শাহজহান কিবরিয়া,
যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল আহসান, প্রথম আলো প্রতিনিধি মান্নান সোহেল, যুবলীগ নেতা সামছুদ্দিন চঞ্চল, তোফায়েল আহমেদ প্রমুখ
বক্তারা বলেন – নুসরাতের প্রতিবাদ থানার চারদেয়ালে আটকে ছিল। যে কারনে পরবর্তী জীবন দিয়ে হেরেগেছে নুসরাত। যাদের জন্য নুসরাত হেরেছে, যারা আগুনে পুড়িয়ে মেরেছে তাদের ফাঁসি দাবী করা হয়েছে।