লালমোহাম্মদ নালিতাবাড়ীঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ঢাকা টু নালিতাবাড়ী হেলেনা সার্ভিসের বাস মালিক হেলেনা বেগম ড্রাইভার কে চড়থাপ্পর দেওয়া নিয়ে আজ শুক্রবার রাত অনুমান ৯ টায় শ্রমিক অসন্তোষে শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে।এক পর্যায়ে তারাগঞ্জ দক্ষিন বাজার শাহজাহান মিয়ার ঈগল কাউন্টারে হেলেনা কে অবরুদ্ধ করে। এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। ১০ঃ৩৫ পর্যন্ত পুলিশ ওই কাউন্টারে অবস্থান করে পুলিশ বাস মালিক হেলেনা বেগম কে হেফাজতে ও পরিস্থিতি নিয়ন্ত্রন করে ।