লালমোহাম্মদ, নালিতাবাড়ী প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে দুই ইউনিয়নে ভিক্ষুক পূণর্বাসন কর্মসূচী উধ্বোধন করা হয়েছে। জেলাপ্রশাসনের উদ্যোগে ১১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মরিচপুরান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই কর্মসূচী উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, সহকারী কমিশনার ভূমি লুবনা শারমিন,
সংশ্লিষ্ট দুই চেয়ারম্যান খন্দকার শফিকুর রহমান ও আসাদুজ্জামান আসাদ।
কর্মসুচীতে নালিতাবাড়ী ও মরিচপুরা ইউনিয়নের ৪০ জন ভিক্ষুককে পুনর্বাসনের ১০টি ভ্যানগাড়ী একটি বাড়ি একটি খামার প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য প্রত্যেক কে ৪ হাজার ৮ শত টাকা দুবছরের সঞ্চয়ের টাকা একটি শাড়ী একটি লুঙ্গি প্রদান করেন।
উদ্বোধনি অনুস্ঠানে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন _ আমরা আর কেউ ভিক্ষুকের সন্তানের পরিচয়ে বড় হোক এই কামনা করছি না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, সহকারী কমিশনার লুবনা শারমিন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এম এ হাকাম হীরা। বক্তারা আশা করেন আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন দুটি ভিক্ষুক মুক্ত হবে।