আসাদ তালুকদার:
“রাখবো নিষ্কন্টক জমি-বাড়ি, করবো সবাই ই-নামজারি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় ভূমি সেবা সপ্তাহ ২০১৯ পালিত হচ্ছে।
ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে এই সেবা সপ্তাহ পালিত হচ্ছে।
এ উপলক্ষ্যে বুধবার(১০ এপ্রিল) সকালে সদর উপজেলা ভূমি অফিস থেকে জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান
মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, সদর উপজেলা সহ.ভূমি কমিশনার বুলবুল আহমেদ।