ডেস্ক রিপোর্ট:
শ্যামনগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান দের উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল ২০১৯) সন্ধ্যা ৭ টায় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন।
আরেক সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ।
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, আ’লীগ নেতা লিয়াকত আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, সাবেক সহ-সভাপতি অনু মন্ডল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মুকুল, যুবলীগ নেতা শেখ আব্দুস সালাম, এ্যাড. ফুয়াদ হাবীব টিটন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান কামু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, যুবনেতা মোহাম্মদ রফিক, সাইফ হোসাইন বানি প্রমুখ।
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সহ-সভাপতি পলাশ দেবনাথ, আব্দুল আলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক বিজয় মন্ডল, মারুফ বিল্লাহ রুবেল, সাংগঠনিক সম্পাদক গাজী আঃ আলিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সাহেব আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আকতার হোসেন, দপ্তর সম্পাদক জগোবন্ধু কয়াল প্রমুখ।