নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় জাতীয় শ্রমিকলীগের নামে রেলওয়ের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, জাতীয় শ্রমিকলীগ নেত্রকোণা পৌরশাখার সাইনবোর্ড টানিয়ে রেললাইনঘেঁষে আধাপাকা একটি ঘর নির্মাণের কাজ চলছে। বিষয়টি জানেন না বলে জানিয়েছেন সংগঠনটির জেলার আহ্বায়ক আশরাফ উদ্দিন সরকার।
এব্যাপারে পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক এরশাদ মিয়া জানান, স্টেশন এলাকায় হঠাতকরেই ১ নং ওয়ার্ড শ্রমিকলীগের নামে ব্যানার-ফেস্টুন দেখছি। যাদেরকে এর আগে আওয়ামীলীগ বা এর সহযোগী অন্যকোন সংগঠনের কোন প্রোগ্রামে দেখিনি। রেলকলোনীর কয়েকজন মিলেই দেখলাম পৌর শ্রমিকলীগের কমিটি। এখন দেখছি তারা রেলওয়ের জমিতে ঘর নির্মাণ করছে।
এব্যাপারে পৌরশ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সোহেল জানান, জমিটি আমার নামে কৃষিলীজ নেয়া আছে। আমাকে জেলা যুবলীগের একজন নেতা বলেছেন ঘর নির্মাণ করতে। তিনি বিষয়টি ভালো জানেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নেত্রকোণা বড়স্টেশনের স্টেশনমাস্টার রফিউদ্দিন জানান, রেলওয়ের জায়গাজমি দখল করে ঘর নির্মাণের কোন নিয়ম নেই। বিষয়টি আমি জানিনা।