মোঃ নজরুল ইসলামঃ
নেত্রকোনার পূর্বধলা থানা সংলগ্ন নয়াপাড়া জামে মসজিদে আজ শনিবার সকাল ১০ ঘঠিকার সময় থেকে,
এলাকাবাসীর নিজস্ব উদ্দ্যোগে স্বেচ্ছাশ্রমে ছোট বড় সকল শ্রেনী পেশার মানুষ মিলে ছাদ ঢালাই কাজে আল্লাহ ঘর নয়াপাড়া জামে মসজিদ নির্মান কাজে অংশ গ্রহন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জানা যায় নয়াপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ ফজলুল হক ও মসজিদের ঈমাম মাওলানা মোঃ সাইফুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দীর্ঘ দিনের নয়াপাড়াবাসীর আশা ভরসা আকাংখার প্রতিফলন ঘটতে যাচ্ছে মসজিদে ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে। এলাকাবাসী খুব খুশি নিজের শ্রম ঘাম আল্লাহর রাস্থায় মসজিদ নির্মান কাজে ব্যয় করতে পেরে।