♦♦
সাংবাদিক সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ,সব সাংবাদিক মিলে একটি পরিবার একই সুতোয় আবদ্ধ।
সাংবাদিক সত্য প্রকাশে আপোষহীন সাহসী সৈনিক,ঘটনার ভেতরের ঘটনা তুলে ধরছে দৈনিক।
সাংবাদিকতা এক মহান পেশা,সাংবাদিক জাতির বিবেক জনতার ভালবাসা।
সাংবাদিক নিরলস ছুটেছে অবিরাম খবরের খোঁজে,সমাজের অসংগতি তুলে ধরছে তার নিখুঁত কাজে।
সাংবাদিক মা মাটি ও মানুষের পক্ষে যা দেখে তাই লিখে,ক্যামেরায় বন্দি অপরাধ ঘটনা দুর্ঘটনার সত্যতা তার চোখে।
সাংবাদিক তার অনুসন্ধানে সংবাদ পৌছে দেয় সারা বাংলা আর প্রবাসে,২৪ঘন্টা দেশের সকল সংবাদ সবার কাছে পৌছে যায় নিমিষে ।
সাংবাদিক জীবন বাজি রেখে করছে দেশের কাজ,লিখছে দেশের সকল প্রান্তে দেশ দেশের বাহিরে কি ঘটেছে আজ।
সাংবাদিক অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ কারো তাঁবেদারি করেনা,কোন ঘটনাই তার চোখের আড়ালে পরেনা।
সাংবাদিক মিথ্যে নয় সত্য সবটুকু প্রকাশ করে পত্রিকায়,মানবতা ফুটন্ত গোলাপ ফুটুক এই সোনার বাংলায়।