ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলায় অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ত্রিশাল বাজারের আশে পাশে থাকে। ক্যাম্পাসের ২য় গেইট(পূর্বে ১ ম গেইট) থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড পর্যন্ত যার দূরত্ব মাত্র ২ কি.মি। শিক্ষার্থী ও গ্রামবাসীকে কেন্দ্র করে এই অঞ্চলে গড়ে ওঠে ভ্যান,অটো,রিকশা। পূর্বে রাস্তার খানা-খনন্দের অযুহাতে চালকগণ ১৫/৩০ টাকা ভাড়া নিতো। বর্তমানে রাস্তাটি ব্যবহার উপযোগী হওয়া স্বত্ত্বেও চালকগণ একই ভাড়া নিচ্ছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে আসছেন দীর্ঘদিন ধরেই। বিশ্ববিদ্যালয়ের ৬ ব্যাচের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাহ্ফুজুর রাজ্জাক অনিক জানান” বিশ্ববিদ্যালয়ে সাধারণত নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা বেশি পড়াশুনা করে থাকে। যেখানে আমাদের ময়মনসিংহ থেকে ত্রিশালে আসতে লাগে ২০ টাকা সেখানে এই অল্প দূরত্বের জন্য ব্যয় করতে হয় ১৫/৩০ টাকা। সময়স্বল্পতা ও টিউশনের জন্য বাধ্য হয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। মাসে শেষে শিক্ষার্থীদের এমন পরিস্থিতি হয় যে খাবার খাবে নাকি যাতায়াত ভাড়া দিবে। স্থানীয় প্রসাশন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে অনুরোধ থাকবে সার্বিক দিক বিবেচনায় তারা একটা যৌক্তিক ভাড়া নির্ধারণ করবেন”। ভ্যানচালকদের পক্ষে হারুন বলেন” বাজারের দর চড়া হওয়ার কারণে তারা চাইলেও কম নিতে পারছেন না। শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীরা কতৃকপক্ষের কাছ থেকে একটি যৌক্তিক ভাড়ার তালিকা এবং তা মানার জন্য সার্বিক ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।