পূর্বময় ডেস্ক ঃ এইচএসসি পরীক্ষা চলমান থাকা অবস্থায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)-এর নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্গত ২নং ওয়ার্ডের মোঃ হোসেন আলী ও মোছাঃ ছাহেরন নেছা এর ছেলে মোহাম্মদ ইউসুফ আলী (আলী ইউসুফ)। যার জাতীয় পরিচয় পত্র নং : ৫৫৩ ০১৫ ৩০২১। ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে তিনি গতকাল এ আবেদন করেছেন। আবেদনে তিনি বলেন, আমি নিম্নস্বাক্ষরকারী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্গত ২নং ওয়ার্ডের একজন সাধারণ ভোটার ও নাগরিক। আনন্দের বিষয় এই যে, প্রথমবারের মতো নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ মে ২০১৯ এই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণাও চলমান আছে। একই সাথে সারাদেশে একযোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষা শুরু হয়েছে গত ১ এপ্রিল হতে। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পদ প্রার্থীদের প্রচার প্রচারণার প্রস্তুতিও ক্রমশ দৃশ্যমান হচ্ছে। দলীয় প্রার্থী বাছাইপর্ব, মনোনয়ন দাখিল, মনোনয়ন প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী ঘোষণাসহ সকল কার্যক্রম এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়েই সম্পাদিত হবে। এতে করে পরীক্ষার্থীদের পড়াশোনা, পরীক্ষার হলে গমনসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।
ময়মনসিংহ সিটিতে বসবাসকারী এইচএসসি পরীক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এ সময়ে নির্বাচনের মতো একটি বৃহৎ কর্মকান্ড সৃষ্ট নানামুখী তৎপরতা, প্রচার মাধ্যমের শব্দদূষণ, মিছিল, মিটিং, মাইকিংসহ যাবতীয় কার্যক্রম পরীক্ষা প্রস্তুতির জন্য অন্তরায় স্বরূপ। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য হুমকিস্বরূপ। পরীক্ষাটি ১ এপ্রিল থেকে আগামী ১১ মে ২০১৯ তারিখ পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা আগামী ২৬ মে ২০১৯ ইং তারিখ পর্যন্ত চলবে। এই সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার ফলে ময়মনসিংহ নগরীর হাজার হাজার এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অভিভাবকবৃন্দ উদ্বিগ্ন হয়ে আছেন। তাই ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল স্থগিত করে পরীক্ষা পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণা করা আবশ্যক।
উপর্যুক্ত অবস্থার প্রেক্ষিতে ময়মনসিংহ জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নের ও তাদের ভবিষ্যত বিনির্মাণের ক্ষেত্রে ঘোষিত তফসিলটি অন্তরায়স্বরূপ বিবেচনায় আগামী ৫ মে অনুষ্ঠিতব্য ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনের তফসিল স্থগিত করে এইচএসসি পরীক্ষা শেষ করে নতুন তফসিল ঘোষণা করে হাজার হাজার কোমলমতি মেধাবী পরীক্ষার্থীদের মনযোগ সহকারে পরীক্ষা দেবার সুযোগ দানের বিষয়ে বিবেচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করার আবেদন জানান। এসময় তিনি বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা,
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বরাবর অনুলিপি পাঠান।