পূর্বধলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নেত্রকোনার পূর্বধলায় ৬টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। ০১ এপ্রিল সোমবার পূর্বধলায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালের এইচএসসি, কারিগরি ও আলিম মিলে উপজেলার ৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী অংশ নেয় ১৮৩৫ জন। এর মধ্যে সব মিলে অনুপস্থিত ছিলো ১৫জন। তবে পরীক্ষার প্রথম দিনে বহিষ্কারের মতো কোন ঘটনা ঘটেনি বলে তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী।