পূর্বময় ডেস্ক ঃ আজ ৩১-০৩-২০১৯ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের নির্বাচনে ময়মনসিংহ জেলার ৮টি উপজেলা পরিষদের নির্বাচনে ২ টিতে আওয়ামীলীগ আর ৬ টিতে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীগণ হলেন, হালুয়াঘাটে মাহমুদুল হক সায়েম(অাওয়ামী লীগ), ধোবাউড়ায় ডেভিড রানা চিসিম(স্বতন্ত্র), ফুলপুরে অাতাউল করিম রাসেল(স্বতন্ত্র), গৌরীপুরে মোফাজ্জল হোসেন খান (স্বতন্ত্র), মুক্তাগাছায় অাব্দুল হাই অাকন্দ (স্বতন্ত্র), ঈশ্বরগঞ্জে মাহমুদ হাসান সুমন (অাওয়ামী লীগ), নান্দাইলে হাসান মাহমুদ জুয়েল (স্বতন্ত্র) ও ভালুকায় অাবুল কালাম অাজাদ (স্বতন্ত্র)। উল্লেখ্য ময়মনসিংহ সদর, ফুলবাড়ীয়া ও গঁফরগাও উপজেলা পরিষদের অাওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণ ইতিপূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং উচ্চ অাদালতের নির্দেশে ত্রিশাল উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত রয়েছে। ময়মনসিংহ সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আশরাফ হোসাইন, ফুলবাড়িয়া উপজেলা পরিষদ এর উপজেলা চেয়ারম্যান হাজী মালেক সরকার এবং গফরগাঁও উপজেলা পরিষদ এর উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান শাহিন ও আফরোজা হক কলি জয় লাভ করেন। এছাড়া হালুয়াঘাট উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৪৩ হাজার ৯ শত ৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক সায়েম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কবিরুল ইসলাম বেগ ঘোড়া প্রতীক নিয়ে ১১ হাজার ৪ শত ১২ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসেন ফকির চশমা প্রতীক নিয়ে ১৪ হাজার ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীক নিয়ে শেখ রাসেল পেয়েছেন ১৩ হাজার ৬ শত ৪ ভোট।
মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফলঃ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী মুক্তিযোদ্ধা “আব্দুল হাই আকন্দ” (আনারস) তার মোট প্রাপ্ত ভোটের পরিমান – ৫৩,৫০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী “আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার” (নৌকা) তার মোট প্রাপ্ত ভোটের পরিমান – ৩৭,৬৭১ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী “আলহাজ্ব আরব আলী” (উড়োজাহাজ) তার মোট প্রাপ্ত ভোটের পরিমান – ৩৩,০১২ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী “জাহাঙ্গীর আলম” (তালা) তার মোট প্রাপ্ত ভোটের পরিমান – ২২,২৬১ ভোট। সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী “মুর্শিদা আক্তার কাকলি” (কলস) তার মোট প্রাপ্ত ভোটের পরিমান – ৬৫,৫৮৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী “রুমি দাস” (ফুটবল) তার মোট প্রাপ্ত ভোটের পরিমান- ২২,৩৫৫ ভোট।
ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ হাজার ৬ শত ৪৭ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক ডেভিড রানা চিসিম আনারস প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী মজনু মির্ধা ভোট পেয়েছেন ১৯ হাজার ৩ শত ১৪ ভোট।২৩ শত ৩৩ ভোট বেশী পেয়ে ডেভিট রানা চিসিম নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীরা ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর মোটর সাইকেল প্রতীকে ১৬ হাজার ৪ শত ৭৭ ভোট, আওয়ামীলীগ মনোনিত উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদ প্রিয়তোষ চন্দ্র বাবুল নৌকা প্রতীকে ১২ হাজার ৫ শত ৯৩ ভোট,এ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব হেলিকাপ্টর প্রতীকে ১১ শত ১৭ ভোট।
ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ ভাইস চেয়ারম্যান পুরুষ:-
শরাফ উদ্দিন শর (টিউবওয়েল)- ১৪৬৩৯ ভোট। কামরুজ্জামান জামান (তালা) ১২০০২ ভোট। চশমা- ৪০৭১ ভোট, মাইক-৪১৩৮ ভোট, উড়োজাহাজ-২৯৩৩ ভোট, মশাল-১০২৯ ভোট। টিয়া- ৪৯৩ ভোট।
ভাইস চেয়ারম্যান মহিলা:-পারভীন সুলতানা (হাঁস)- ২০৪৩৩ ভোট। সংগীতা রাণী (কলস)- ১৫৭৮১ ভোট। ফুটবল- ২৯২৫ ভোট।