রানা, নকলা প্রতিনিধিঃ শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রাজলক্ষি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্তমান সংসদের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। এ সময় সাথে ছিলেন, বর্তমান সফল সরকারের মাননীয় সংসদ, বাংলার অগ্নিকন্যা সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ৩০ মার্চ শনিবার ১টার দিকে চন্দ্রকোনা ইউনিয়নের রাজলক্ষি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ। এর আাগে নকলা উপজেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে মন্ত্রী জাতীয পতাকা উত্তোলন শেষে নিজ আসন গ্রহন করেন।এ সময় শেরপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনজার্জ (ওসি) সহ জেলা ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজলক্ষি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, জেলা ও উপজেলার সকল শীর্ষ স্থানীয় নেত্রীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নকলায় শতবর্ষ পূর্তি উদযাপন ও পূর্ণমিলনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
Date:
Share post: