পূর্বময় ডেস্কঃ আজকের এই দিনেই ঘোষিত হয়েছিল একটি দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। যে স্বাধীনতা ভোগ করে যাচ্ছে বাঙ্গালী জাতি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/১৯ উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। তাঁরই ধারাবাহিকতায় ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে “আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন” অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ময়মনসিংহের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) নিরঞ্জন দেবনাথ , ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম ,অতিরিক্ত ডিআইজি ড.আক্কাস উদ্দিন ভুঁইয়া, জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস , জেলা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন। উপস্থিত ছিলেন সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠানসহ ময়মনসিংহ বিভাগ ও জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।