বাবলী আকন্দঃ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হলে মুক্তিযুদ্ধ কে জানতে হবে। মুক্তিযোদ্ধারা বয়সের ভারে এখন ন্যুব্জ প্রায়। তাঁদের প্রত্যক্ষভাবে করণীয় কিছু নেই কিন্তু নতুন প্রজন্মের মাধ্যমে সবার মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মকেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান প্রজন্ম শীর্ষক আলোচনা সভা ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তাগন আরোও বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষণে উজ্জিবিত হয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। সেসময় মুক্তিযোদ্ধাদের কোন লোভ ছিল না, কোন পদের জন্যও মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেন নি। তাঁরা বঙ্গবন্ধুকে ভালোবসে শোষকশ্রেণীর হাত থেকে দেশ ও দেশের মানুষকে অত্যাচার থেকে মুক্ত করা সেই সাথে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুদের হাত থেকে ছিনিয়ে আনার লক্ষ্য নিয়েই যুদ্ধ করেছেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা এস এ কালাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি শেখ নওয়াব আলী, ডাঃ কে আর ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মদ, কালের কন্ঠের সাংবাদিক নিয়ামুল কবির সজল। আলোচনা সভার শুরুতেই নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৩ (তিন) জন মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্বর্ধনা দেয়া হয়। উপস্থিত ছিলেন এড.এ এইচ এম খালেকুজ্জামান, অধ্যাপক আতিকুল ইসলামসহ ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এড. মামুন মাহফুজ।