পূর্বধলা প্রতিনিধিঃ
আজ ২৬ শে মার্চ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।জাতি আজ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার জন্য আত্মদানকারী সকল শহীদদের স্বরণে গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ৪৯ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করে।দিবসটি পালন উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সারাদেশের মত নেত্রকোনার পূর্বধলায় উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের স্বরণে বিনম্র শ্রদ্ধা জানাতে পূর্বধলা উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে পূষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত সহ পূর্বধলা জেএম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পূর্বধলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া মুশফিক, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাওহীদুর রহমান,ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক,রাজনৈতিক নেতৃবৃন্দ ,বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও পূর্বধলার সর্বস্তরের জনগন।