বাবলী আকন্দঃ পাঠ্যাভাসের অভ্যাস গড়ে তুললে বই কেনার অভ্যাসও গড়ে তুলতে হবে। জ্ঞানার্জন করলে জীবনে শৃঙ্খলা আনা যায়। জ্ঞানভিত্তিক সমাজের জন্য বইমেলা সহায়ক হবে। ময়মনসিংহে বিভাগীয় বইমেলা শুরু হয়েছে৷ আজ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণে বিভাগীয় বইমেলার শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন শেষে আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল বলেন, পৃথিবীতে ২ ভাগ মানুষ আছে। একভাগ মানুষ বই পড়ে,আরেক ভাগ মানুষ বই পড়ে না। নতুন প্রজন্মকে সেল্ফি ছেড়ে বই হাতে নিতে হবে। বাংলাদেশে ৫ কোটি ছেলেমেয়ে স্কুলে পড়াশোনা করে। আর এ নতুন প্রজন্মকে কম্পিউটার না হয়ে মানুষ হতে হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এসময় তিনি বলেন, নতুন প্রজন্মকে জঙ্গিবাদ হতে দূরে রাখার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ৪৯৩ টি উপজেলায় বিশিষ্ট শিক্ষাবিদ ড.জাফর ইকবাল কে সঙ্গে নিয়ে রোডমার্চ করার প্রস্তাব জ্ঞাপন করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জাতীয় গ্রন্থক্রেন্দ্র এর পরিচালক মোঃ শওকত আলী ( যুগ্ম সচিব), বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা পুলিশসুপার শাহ মোঃ আবিদ হোসেন, বিপিএম(বার), বিশিষ্ট কবি ও নাট্যকার ফরিদ আহমদ দুলাল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি আমজাদ দোলন।
নতুন প্রজন্মকে সেল্ফি ছেড়ে বই হাতে নিতে হবে——— ময়মনসিংহে বইমেলায় ড. জাফর ইকবাল
Date:
Share post: