পূর্বময় ডেস্কঃ
আগামী ২৫-২৬ মার্চ আইএফএম সাউথ এশিয়া রিজিওন্যাল ট্রেনিং এন্ড টেকনিক্যাল এ্যাসোসিয়েশন সেন্টার এর আয়োজনে আইএফএম পার্লামেন্টারী ওয়ার্কসপ ভারতের রাজধানী নয়া_দিল্লীতে অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যের এক সংসদীয় প্রতিনিধি দলের সাথে নান্দাইলের মাটি মানুষের নেতা তুহিন এমপি পার্লামেন্টারী ওয়ার্কসপে যোগ দিতে ভারত সফরে রয়েছেন।
২৪ মার্চ জাতীয় সংসদের সহকারী সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অন্যান্যর মধ্যে রুস্তম আলী ফারাজী এমপি, বেগম সাগুপ্তা ইয়াসমিন এমপি, আব্দুর শহীদ এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব-১ (আইপিএ) আ.ই.ম. গোলাম কিবরিয়া, পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদ, ডেপুটি সার্জেন্ট- এ্যাট আর্মস সাইয়ীদ মোহাম্মদ ওবায়দুল্লাহ সংসদীয় দলে যোগ দেবেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় দলটি আজ ২৫ মার্চ বাংলাদেশ বিমানযোগে দিল্লী পৌছেছেন।
তথ্য ও ছবিঃ রবি আকন্দ।