শেরপুর প্রতিনিধি ঃ শেরপুরের নকলায় ঔষধ তত্বাবধায়কের আগমনের কথা শুনেই হাসপাতাল মোড় সহ সব ঔষধের দোকান বন্ধ করে দিয়েছে ফার্মেসী মালিকরা। ফার্মেসী বন্ধ করে দিয়ে মালিকরা চায়ের দোকানে বসে আছে। আজ বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। ফার্মেসীগুলো বন্ধ থাকে সাড়ে ৫টা পর্যন্ত। এতে হাসপাতালে ভর্তি রোগীরা পড়েছে চরম বিড়ম্বনায়। তথ্য প্রযুক্তির যুগে এক দোকানে অভিযান দেখেই সব দোকানদার উধাও। তবে ড্রাগ সুপারিয়েনটেন্ড বা ঔষধ তত্বাবধায়ক উপজেলায় কর্মরত কোন সাংবাদিককে রহস্যজনক কারনে অভিযানের খবর না জানিয়ে অভিযান পরিচালনা করে। জানা যায়, সব ঔষধের দোকান মালিকরা অভিযানের এ খবর জানতো। সাংবাদিকদের অভিযানের খবর দেয়া হয়নি বিধায় অভিযানের ছবি দিয়ে নিউজ করা সম্ভব হয়নি, শুধু বন্ধ দোকানগুলির একাংশ দেওয়া হলো। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, অভিযানে বের হওয়ার আগেই ঔষধ তত্বাবধায়কের অফিসের সোর্সের মাধ্যমে সব ঔষধের দোকান মালিক কে ফোনে সংবাদ দেওয়া হয়। এধরনের লোক দেখানো অভিযানের প্রয়োজন নেই বলে মত প্রকাশ করেছেন অনেকেই।