পূর্বময় ডেস্কঃ
এ সময়ের তরুণ কন্ঠশিল্পী রওশান হাসান । তিনি প্রথমবারের মতো ‘তোমার চোখের তারায়’নামের নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। আজ রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে এই গানটির রেকর্ডিং শেষ হয়েছে।
এই গানটির কথা লিখেছেন কন্ঠশিল্পী রওশান হাসান নিজেই। এই গানটির সুর ও মিউজিক করেছেন শামীম মাহমুদ ।
এ প্রসঙ্গে কন্ঠশিল্পী রওশান হাসান,আজ সুন্দর ভাবেই গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এটা আমার চতুর্থ গান। এজন্য গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করি, শ্রোতাদেরও গানটির ভালো লাগবে।
তরুন পরিচালক সাখাওয়াত হোসেন মিঠুর নির্দেশনায় রওশান হাসান মিউজিক ভিডিও। চলতি মাসেই কেরানীগঞ্জ বিভিন্ন জায়গাতে ভিডিও চিত্র শেষ করলেন গুনি চিত্র পরিচালক সাখাওয়াত হোসেন মিঠু রওশান হাসানের একক গানের মিউজিক ভিডিও।
সাখাওয়াত হোসেন মিঠুর সাথে কথা বলে জানা যায় এই গানটি আশা করি সবার ভালো লাগবে। কেন না নতুন কিছু যুক্ত করা হয়েছে।দশক মজা পাবে আশা করা যাচ্ছে।